বুধবার, ৩০ এপ্রিল, 2০২5
রমজানে হাইকোর্টের নতুন সময়সূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 26 February, 2025 at 12:34 PM

রমজানে হাইকোর্টের নতুন সময়সূচি ঘোষণা
রমজান মাস উপলক্ষে, হাইকোর্টের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে এই নতুন সময়সূচির কথা জানানো হয়েছে। রমজান মাসে বিচারকাজের সময়সূচি অনুযায়ী, হাইকোর্টের কার্যক্রম সকাল সাড়ে ১০টায় শুরু হবে এবং শেষ হবে বিকেল ৩টা ১৫ মিনিটে।

এই সময়সূচি রমজান মাসের সাহ্‌রি ও ইফতারের সময় বিবেচনায় করে নির্ধারণ করা হয়েছে। একদিকে, সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানগুলোর অফিস সময় সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত থাকবে, এবং জোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

তবে, সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার আগের মতোই থাকবে। এছাড়া, ব্যাংক, বিমা, হাসপাতাল, এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান নিজেদের প্রয়োজন অনুযায়ী সময়সূচি নির্ধারণ করবে। সুপ্রিম কোর্ট এবং এর আওতাধীন সব আদালতের সময়সূচি নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ।

চাঁদ দেখা সাপেক্ষে, আগামী মাসে পবিত্র রমজান শুরু হতে পারে, এবং এ সময়সূচি সকল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে রমজানের জন্য প্রস্তুত হওয়ার সুযোগ প্রদান করবে।

 


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com