বুধবার, ৩০ এপ্রিল, 2০২5
নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ: যা বললেন শিবির সভাপতি
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 27 February, 2025 at 1:03 PM

নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ: যা বললেন শিবির সভাপতি
জুলাই আন্দোলনের সার্বজনীন প্ল্যাটফর্মকে বিতর্কিত করা সুন্দর হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।

ছাত্রদের নতুন সংগঠনের আত্মপ্রকাশের পর বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি। শিবির সভাপতি পোস্টে লিখেছেন, ‘কিছু ব্যক্তির অদূরদর্শী আচরণ ও সিদ্ধান্তের কারণে জুলাই আন্দোলনের সর্বজনীন প্ল্যাটফরমকে বিতর্কিত করা সুন্দর হয়নি। সবাইকে কনভিন্স করার ক্ষেত্রে আরও দক্ষতা ও প্রজ্ঞার পরিচয় দিতে পারলে ভালো হতো। তিনি বলেন, “নতুন ছাত্রসংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’-এর জন্য শুভ কামনা।

আশা করি, ছাত্রসমাজের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে।” জাহিদুল ইসলাম বলেন, ‘৩৬ জুলাই সবার। পাবলিক, প্রাইভেট, মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, মাদরাসা (আলিয়া, কওমি), ইংলিশ মিডিয়াম, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, ঢাকা, সমগ্র বাংলাদেশ—সবার মানে সবার।’ তিনি আরও বলেন, “আগামী দিনের রাজনীতি হোক স্বার্থের ঊর্ধ্বে উদারতার পরিচয়ে। দেশটা হোক ‘সবার বাংলাদেশ’।

আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com