শিরোনাম: |
ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা
নিজস্ব প্রতিবেদক :
|
![]() মামলা বিবরণে যানা যায়, ভুক্তভোগী প্রায় ৩ বছর আগে বিএনপি নেতা আবু তালেবের সাথে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। একপর্যায়ে চাকরি দেবার কথা বলে ওই ভুক্তভোগীর সাথে সম্পর্ক গভীর করেন বিএনপির ওই নেতা। পরে চাকরির প্রলোভন দেখিয়ে একাধিকবার বীরগঞ্জসহ বিভিন্ন স্থানে ধর্ষণ করে। পরে ওই ভুক্তভোগী বিয়ের জন্য বার বার বললে ১৮ মার্চ আবু তালেব ভুক্তভোগীকে বিয়ে করবে জানিয়ে ঠাকুরগাঁওয়ে নিয়ে আসেন। এরপর অপরিচিত এক লোকের বাসায় নিয়ে যান ভুক্তভোগীকে। সেখানে সারারাত জোরপূর্বক ভুক্তভোগীকে ধর্ষণ করে বিএনপির এই নেতা। পরে বিয়ে করার বিষয় নিয়ে ঝগড়া হলে পালিয়ে যান। এরপর ২০ ফেব্রুয়ারি দিনাজপুর বিজ্ঞ আদালতে নারী ও শিশু দমন ট্রাইব্যুনালে আবু তালেবের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন ওই ভুক্তভোগী। ভুক্তভোগী অভিযোগ করে বলেন, আবু তালেব চাকরি দেবার কথা বলে আমার সাথে গভীর সম্পর্কে জড়িয়ে পড়ে। চাকরির নামে সে আমার সাথে অনেক খারাপ করেছে। আমি এ ঘটনায় হাসপাতালে থেকে চিকিৎসা নিয়ে দিনাজপুর আদালতে মামলা করেছি। আমি বিশ্বাস করি আমি সুষ্ঠু বিচার পাবো। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি আবু তালেবের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, মামলার বিষয়ে এখনো সঠিক যানা নেই। কোর্ট থেকে কাগজ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। |