শিরোনাম: |
সচিবালয় এলাকায় পোশাক শ্রমিকদের ওপর পুলিশের লাঠিপেটা
নিজস্ব প্রতিবেদক :
|
![]() মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১২টার পর এ সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত উত্তে জনা বিরাজ করছে। আন্দোলনকারীদের মধ্যে রয়েছেন, টিএনজেড অ্যাপারেলস, অ্যাপারেল প্লাস ইকো লিমিটেড, রোর ফ্যাশন, স্টাইল ক্রাফট গার্মেন্টস ও ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ৫ শতাধিক শ্রমিক কর্মচারী। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারাও যুক্ত হয়েছেন। পুলিশ জানিয়েছে, সচিবালয় এলাকায় ১৪৪ ধারা জারি করা আছে। সেখানে যেকোনো সভা, সমাবেশ, মিছিল নিষিদ্ধ। আন্দোলনরত শ্রমিকরা মিছিল নিয়ে এসে সচিবালয়ের ভেতর ইট-পাথর নিক্ষেপ করেছেন। তাদেরকে ছত্রভঙ্গের চেষ্টা করলে পুলিশের উপর আক্রমণ করেন তারা। পরবর্তীতে পুলিশ লাঠিপেটা করে। |