বুধবার, ৩০ এপ্রিল, 2০২5
সচিবালয় এলাকায় পোশাক শ্রমিকদের ওপর পুলিশের লাঠিপেটা
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 25 March, 2025 at 3:38 PM

সচিবালয় এলাকায় পোশাক শ্রমিকদের ওপর পুলিশের লাঠিপেটাতিন মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস, মাতৃত্বকালীন ছুটির টাকা এবং সার্ভিস বেনিফিটসহ সব পাওনা পরিষদের দাবিতে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে গেলে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১২টার পর এ সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত উত্তে জনা বিরাজ করছে।

আন্দোলনকারীদের মধ্যে রয়েছেন, টিএনজেড অ্যাপারেলস, অ্যাপারেল প্লাস ইকো লিমিটেড, রোর ফ্যাশন, স্টাইল ক্রাফট গার্মেন্টস ও ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ৫ শতাধিক শ্রমিক কর্মচারী। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারাও যুক্ত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, সচিবালয় এলাকায় ১৪৪ ধারা জারি করা আছে। সেখানে যেকোনো সভা, সমাবেশ, মিছিল নিষিদ্ধ।

আন্দোলনরত শ্রমিকরা মিছিল নিয়ে এসে সচিবালয়ের ভেতর ইট-পাথর নিক্ষেপ করেছেন।

তাদেরকে ছত্রভঙ্গের চেষ্টা করলে পুলিশের উপর আক্রমণ করেন তারা। পরবর্তীতে পুলিশ লাঠিপেটা করে।
আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com