শিরোনাম: |
একনেক সভা শেষে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক :
|
![]() সরকার সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ একনেকের বৈঠকের পর প্রধান উপদেষ্টা তার উপদেষ্টা পরিষদের সঙ্গে পদত্যাগের ভাবনা নিয়ে বৈঠক করতে পারেন। যদি তা-ই হয়, তাহলে সেখান থেকে স্পষ্ট হবে তিনি প্রধান উপদেষ্টা হিসেবে থাকছেন কি না। নাম প্রকাশে অনিচ্ছুক সরকার সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ড. ইউনূসের ঘনিষ্ঠজনরা তাকে উপদেষ্টা পরিষদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন। সে জন্য আজ উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হতে পারে। এর আগে গত বৃহস্পতিবার দেশের বিরাজমান পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে উপদেষ্টা পরিষদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন ড. ইউনূস। সঠিকভাবে কাজ করতে না পারলে তিনি পদে থাকবেন না বলেও জানান ওই বৈঠক থেকে। তার পর থেকে তার পদত্যাগের গুঞ্জন শুরু হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর জানান, ড. ইউনূস পদত্যাগের কথা ভাবছেন। অবশ্য গতকাল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না বলেই তার বিশ্বাস। ছাত্র-জনতার প্রবল আন্দোলনে গত বছর ৫ আগস্ট সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যাওয়ার তিন দিন পর ৮ আগস্ট নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্র্বতী সরকার। |