শিরোনাম: |
বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে মন্তব্য করায় ওয়েলকেয়ার গ্রুপ কর্মকর্তার দুঃখ প্রকাশ করে সাংবাদিক সম্মেলন
নিজস্ব প্রতিবেদক :
|
![]() সাংবাদিক সম্মেলনে তিনি বলেন - আমি ব্যক্তিগতভাবে কিছু বিষয় আপনাদের সামনে স্পষ্ট করার জন্য আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আপনারা অবগত আছেন যে, গত ১৬ মে 'ওয়েলকেয়ার গ্রাহক ফোরাম' তাঁদের কিছু বিষয়ে কথা বলার জন্য এখানে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত আমি সংবাদ সম্মেলনস্থলে উপস্থিত হই। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমি ব্যক্তিগতভাবে একটি বক্তব্য দিয়েছি। আমার সেই বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীকে জড়িয়ে কিছু মন্তব্য রয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেয়ার আগে আমি আমার প্রতিষ্ঠানের কোন কর্মকর্তা বা মালিক পক্ষের সঙ্গে কোন প্রকার যোগাযোগ করিনি। এমনকি সংবাদ সম্মেলনে বক্তব্য দেয়ার বিষয়ে মালিক পক্ষের কারো অনুমতিও নিইনি। ফলে সেদিনের বক্তব্যটি একান্তই আমার ব্যক্তিগত। এই বক্তব্য কোনভাবেই ওয়েলকেয়ার গ্রুপের বক্তব্য নয়। আমার কর্মস্থল ওয়েলকেয়ার গ্রুপ মনে করে, বাংলাদেশ সেনাবাহিনী একটি সুশৃংখল নিয়ম তান্ত্রিক পবিত্র বাহিনী। এদেশের নাগরিক হিসেবে আমি বাংলাদেশ সেনাবাহিনীকে আমার গর্বের প্রতিষ্ঠান হিসেবে হৃদয়ে লালন করি। ওয়েলকেয়ার গ্রুপের সঙ্গে জলসিড়ি গ্রুপের একজন ঠিকাদারের ভুলবোঝাবুঝির প্রেক্ষিতে জলসিড়ি গ্রুপের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমার কিছু ভুল ধারণা তৈরি হয়েছিল। সেই ভুল ধারণা থেকে তৈরি হওয়া ক্ষোভ আমার বক্তব্যে প্রকাশ পেয়েছিল। বক্তব্যটি ছিল একান্তই আমার ব্যক্তিগত। এ বিষয়ে আমার প্রতিষ্ঠান কোনভাবে দায়ী নয়। পরবর্তীতে সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানার পর আমার সেই ধারণা বদলেছে এবং আমি আমার পূর্বের দেয়া বক্তব্যের জন্য অনুতপ্ত বোধ করছি। ফলে আমি গত ১৬ মে তারিখে সংবাদ সম্মেলনে আমার দেয়া বক্তব্যের সকল দায় আমি আমার নিজের উপর নিয়ে উক্ত বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে বক্তব্যটি প্রত্যাহার করে নিচ্ছি। আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার মূর্ত প্রতীক। বাংলাদেশ সেনাবাহিনী কখনোই কোন বিধি বহির্ভূত কার্যক্রমের সাথে জড়িত থাকেনি। আমাদের গর্বের প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর সাফল্য কামনা করছি। |