মঙ্গলবার, ০৮ জুলাই, 2০২5
মার্করামের অনবদ্য সেঞ্চুরি,ঐতিহাসিক শিরোপার স্বাদ পেতে প্রোটিয়াদের দরকার ৬৯ রান
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 14 June, 2025 at 4:10 PM

মার্করামের অনবদ্য সেঞ্চুরি,ঐতিহাসিক শিরোপার স্বাদ পেতে প্রোটিয়াদের দরকার ৬৯ রানতৃতীয় দিনে ভুলে যাওয়ার মত প্রথম সেশন কাটিয়েছিল দক্ষিণ আফ্রিকা। আট উইকেট হারিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া শেষ দুই উইকেটে নিয়ে ব্যাটিং করে ফেলে পুরো সেশন দুইশো ছাড়ানো লিডে যোগ করে আরও ৭০ রান।পিচ ও অতীত ইতিহাস বিবেচনায় নিলে ওই সময় পর্যন্ত পরিষ্কার ফেভারিট অস্ট্রেলিয়া। তবে চাপে এবার ভেঙে পড়েনি দক্ষিণ আফ্রিকা।এইডেন মার্করাম ও টেম্বা বাভুমার নিখুঁত ব্যাটিংয়ে অসাধ্য মনে হওয়া টার্গেট এখন প্রোটিয়াদের হাতের নাগালে।চাপে ভেঙে পড়ার পুরনো অভ্যাসের কারণে 'চোকার' তকমা পাওয়া দেশটি এখন প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জেতার সুবাস পাচ্ছে। 


জয়ের জন্য ২৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২১৩। ১৪৩ রানের হার না মানা জুটি গড়েছেন এইডেন মারক্রাম ও টেম্বা বাভুমা। ক্যারিয়ারে ৮ম টেস্ট সেঞ্চুরি করলেন মারক্রাম। ১০২ রান করে উইকেটে রয়েছেন তিনি। বাভুমা রয়েছেন ৬৫ রানে। আরও ৬৯ রান প্রয়োজন প্রোটিয়াদের।

তৃতীয় দিন সকালে অস্ট্রেলিয়া ব্যাট করতে নামে ৮ উইকেটে ১৪৩ রান নিয়ে। তবে মিচেল স্টার্ক এবং জস হ্যাজলউডের ব্যাটিং দৃঢ়তায় অস্ট্রেলিয়ার স্কোর গিয়ে থামে ২০৭ রানে। ৫৮ রানে অপরাজিত থাকেন মিচেল স্টার্ক। ৫৩ বলে ১৭ রান করে আউট হন জস হ্যাজলউড।


তৃতীয় দিন সকালে অস্ট্রেলিয়া ব্যাট করতে নামে ৮ উইকেটে ১৪৩ রান নিয়ে। তবে মিচেল স্টার্ক এবং জস হ্যাজলউডের ব্যাটিং দৃঢ়তায় অস্ট্রেলিয়ার স্কোর গিয়ে থামে ২০৭ রানে। ৫৮ রানে অপরাজিত থাকেন মিচেল স্টার্ক। ৫৩ বলে ১৭ রান করে আউট হন জস হ্যাজলউড।


প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও সেরা বোলিং করেন কাগিসো রাবাদা। প্রথম ইনিংসে ৫ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে নেন ৪ উইকেট। ৩ উইকেট নেন লুঙ্গি এনগিদি। একটি করে নেন মার্কো ইয়ানসেন, উইয়ান মুলডার ও কেশভ মাহারাজ।

২৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ রান করেই আউট হয়ে যান রায়ান রিকেলটন। এরপর দলীয় ৭০ রানের মাথায় ৫০ বলে ২৭ রান করে আউট হন উইয়ান মুলডার। উইকেট দুটি নেন মিচেল স্টার্ক।




সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com