শিরোনাম: |
শান্ত-মুশফিকের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের দিন
নিজস্ব প্রতিবেদক :
|
![]() দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৯০ ওভারে ৩ উইকেটে ২৯২ রান। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পূর্ণ করে শান্ত ব্যাট করছেন ২৬০ বলে ১৩৬ রানে। ক্যারিয়ারের ১২তম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে মুশফিক অপরাজিত ১৮৬ বলে ১০৫ রানে। চতুর্থ উইকেটে ৭৩.৫ ওভারে অবিচ্ছিন্ন ২৪৭ রানের জুটি গড়েছেন তারা। চতুর্থ উইকেটে যা লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ। টেস্টে চতুর্থ উইকেটে এটি বাংলাদেশের তৃতীয় ২০০ ছাড়ানো জুটি। ২৬৬ ও ২২২ রানের প্রথম দুটি জুটিই জিম্বাবুয়ের বিপক্ষে। আজকের জুটির মতো আগের দুটি ২০০ ছাড়ানো জুটিতেও এক পাশে ছিলেন মুশফিক। দুইজনই চলছিলেন পাশাপাশি। সেঞ্চুরির কাছে গিয়ে কিছুটা সময় নেন মুশফিক। প্রবাত জয়াসুরিয়াকে সুইপ করে ২ রান নিয়ে ২০২ বলে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পূর্ণ করেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। ২০২৩ সালের নভেম্বরের পর টেস্টে নাজমুলের এটি প্রথম সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয়। পরে আজিথা ফার্নান্ডোর বলে সিঙ্গেল নিয়ে ১৭৬ বলে ক্যারিয়ারের ১২তম ও শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক। ৭ টেস্ট ও ১৩ ইনিংস পর পাওয়া ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিলেন অভিজ্ঞ এই ব্যাটার। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ। ৪৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়ে টাইগাররা। দুই ওপেনার সাদমান ইসলাম ১৪ ও এনামুল হক শূন্য এবং মোমিনুল হক ২৯ রানে আউট হন। এরপর চতুর্থ উইকেট শ্রীলঙ্কার বোলারদের উপর আধিপত্য বিস্তার করেন শান্ত ও মুশফিক। শ্রীলঙ্কার অভিষিক্ত স্পিনার থারিন্দু রাত্নায়াকে ২টি ও পেসার আসিথা ফার্নান্দো ১টি উইকেট নেন। চার বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষা বেড়েছে ইবাদত হোসেনের। দলের দুই পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদ। অসুস্থতার কারণে একাদশে না থাকা মেহেদি হাসান মিরাজের জায়গায় আছেন স্পিনার নাঈম হাসান। স্পিনে তার সঙ্গী তাইজুল ইসলাম। এদিন শ্রীলঙ্কার হয়ে অভিষেক হয়েছে ব্যাটসম্যান লাহিরু উদারা ও স্পিনার থারিন্দু রত্নায়েকের। এই ম্যাচ দিয়েই শুরু চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্র। শ্রীলঙ্কার সাদা পোষাকে অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউমের শেষ ম্যাচ এটি। তাকে গার্ড অব অনার দিয়েই শুরু হয় দিনের খেলা। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১ম ইনিংস: ৯০ ওভারে ২৯২/৩ (সাদমান ১৪, এনামুল ০, মুমিনুল ২৯, শান্ত ১৩৬*, মুশফিক ১০৫*; আসিথা ১৪-২-৫১-১, মিলান ১২-৩-১৯-০, থারিন্ডু ৩২-৩-১২৪-২, প্রাবাথ ২৯-০-৮৬-০, ধানাঞ্জায়া ৩-০-৭-০) |