বুধবার, ০৯ জুলাই, 2০২5
অল্পের জন্য ১৫০ রানের মাইলফলক ছোঁয়া হলো না শান্তর
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 18 June, 2025 at 12:02 PM

অল্পের জন্য ১৫০ রানের মাইলফলক ছোঁয়া হলো না শান্তরগল টেস্টের প্রথম দিন শুরুর ধাক্কা সামলে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তবে দ্বিতীয় দিনের সপ্তম ওভারে আসিথা ফার্নান্দোর বলে মিডঅফে অ্যাঞ্জেলো ম্যাথিউজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শান্ত। ১৪৮ রানে থামলেন শান্ত। ফলে মাত্র ২ রানের জন্য ১৫০ রানের মাইলফলক স্পর্শ করতে পারেননি শান্ত। 

২৭৯ বলে তার ইনিংসটি সাজানো ১৫ চার ও ১ ছক্কার সৌজন্যে। ভাঙে মুশফিকুর রহিমের সঙ্গে তার ২৬৪ রানের জুটি। এই আউটের পর শ্রীলঙ্কায় বাংলাদেশের সর্বোচ্চ পার্টনারশিপ এবং চতুর্থ উইকেটে দেশের হয়ে সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ডও অক্ষত থাকছে। 

নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসেছেন লিটন দাস। সেঞ্চুরিয়ান মুশফিক অপরাজিত ১২২ রানে।



সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com