মঙ্গলবার, ০৮ জুলাই, 2০২5
ফকিরাপুলে ডিবিকে লক্ষ্য করে গুলি, ৩ পুলিশ আহত
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 19 June, 2025 at 1:25 PM

ফকিরাপুলে ডিবিকে লক্ষ্য করে গুলি, ৩ পুলিশ আহতরাজধানীর ফকিরাপুলে মাদক কারবারিদের ছোড়া গুলিতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।

বুধবার (১৮ জুন) রাত পৌনে ১টার দিকে ফকিরাপুল মোড়ে এ ঘটনা ঘটে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন লালবাগ ডিবি পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার এনায়েত কবির শোয়েবে, এএসআই আতিক হাসান ও কনস্টেবল সুজন।

এ ঘটনায় মাদক কারবারিদের প্রাইভেটকার ও ৯৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম জানান, রাতে দুই গোয়েন্দা পুলিশ দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে আতিক হাসান পেটের বাঁ পাশে ও সুজন বাঁ পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। হাসপাতালে তাদের দুজনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।


জানা গেছে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি লালবাগ বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার এনায়েত কবির শোয়েবের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান করছিল। ফকিরাপুল মোড়ে মাদক ব্যবসায়ীদের একটি প্রাইভেটকারের গতিরোধ করলে তাদের কাছে থাকা অস্ত্র দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে দুই পুলিশ গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ছাড়া অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রাইভেটকারটি ডিবি হেফাজতে রয়েছে বলেও জানা গেছে।
আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com