বুধবার, ০৯ জুলাই, 2০২5
নতুন গোলরক্ষক পেল বার্সেলোনা
ছবি: বার্সেলোনা/ফেসবুক
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 19 June, 2025 at 1:48 PM

নতুন গোলরক্ষক পেল বার্সেলোনা২৬.৩৪ মিলিয়ন ইউরোতে ছয় বছরের চুক্তিতে নগর প্রতিদ্বন্দ্বী এস্পানেয়ল থেকে গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা।

২৪ বছর বয়সী গার্সিয়া টিনএজ বয়সে এস্পানেয়লে যোগ দিয়েছিলেন। গত মৌসুমে ৩৮ ম্যাচের মধ্যে আটটিতে তার বিপক্ষে প্রতিপক্ষ দল গোল করতে পারেনি।

গত মৌসুমে লা লিগাসহ চারটি শিরোপা জয় করে হান্সি ফ্লিকের দল। এবারের গ্রীষ্মে গার্সিয়াই কাতালান জায়ান্টদের প্রথম চুক্তিভূক্ত খেলোয়াড়।

বার্সেলোনার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘লা লিগায় দারুন একটি মৌসুম কাটিয়েছে গার্সিয়া। এস্পানেয়লের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মাত্র ২৪ বছর বয়সে তার মধ্যে বিশেষ কিছু গুণাবলী লক্ষ্য করা গেছে। যে কারনে বিশ্বের অনেক শীর্ষ ক্লাবই গার্সিয়ার প্রতি আগ্রহ দেখিয়েছে। বার্সেলোনাও তার মধ্যে অন্যতম।’

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় এস্পানেয়লের সমর্থকদের বিদায় জানিয়েছেন গার্সিয়া। এ সময় তিনি বলেন, ‘আমি জানি সিদ্ধান্তটা মোটেই সহজ ছিলনা। অনেকের অনুভব করতে কষ্ট হচ্ছে। এটা শুধুমাত্র আমার ক্যারিয়ারের বিষয় নয়, সেরা একটি ক্লাবের সাথে পুরো পরিবার ও আমি নিজেও জড়িত।


আগামী মৌসুমে বার্সেলোনার নাম্বার ওয়ান জার্সি পড়তে হলে জার্মানীর মার্ক-আন্দ্রে টার স্টেগান, পোল্যান্ডের ওজিচে সিজিসনি ও স্প্যানিয়ার্ড ইনাকি পেনার সাথে কঠিন লড়াই করতে হবে গার্সিয়াকে।


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
ই-মেইল : [email protected], [email protected], Web : www.telelink-bd.com